নো ওয়ান কিলড্ রাইটার্স

 প্রকাশিত: ২০১৬-০৭-১০ ১৩:২৪:২৬

 আপডেট: ২০১৬-০৭-১০ ১৩:২৯:৩৯

তুহিন দাস-এর ৪ কবিতা:

নো ওয়ান কিলড্ রাইটার্স
নো ওয়ান কিলড্ রাইটার্স।
চাপাতি দিয়ে কোপ দিয়ে একজনকে দু’ভাগ করা যায়
কিন্তু কেউ তার আদর্শকে মারতে পারে না।
বরঞ্চ রাস্তায় গড়িয়ে পড়া রক্ত থেকে জন্ম নিয়েছে
আরো অনেক প্রতিবাদী লেখকেরা, এই যে আমার দিকে দেখো
আমিও দাঁড়িয়ে আছি এখানে, কথা বলছি নিজের কণ্ঠ দিয়ে জিহ্বা দিয়ে,
ওষ্ঠ দিয়ে বলছি আমার অবিশ্বাস আমার প্রতিবাদ
যা কিছু আমাকে আলোড়িত করে,
তারা আমাকে হত্যা করতে পারেনি, তারা ক’জনকে হত্যা করবে?
আমি এখানে কথা বলছি আমার রক্ত দিয়ে হাড় দিয়ে নি:শ্বাস দিয়ে,
আমার কণ্ঠ দিয়ে কথা বলছে আমার দেশের নিহত লেখকেরা।
নো ওয়ান কিলড্ রাইটার্স।


আততায়ী
আমার সহলেখকের বিছানার পাশে যখন একটি কর্কশ ঘড়ি
হঠাৎ বেজে উঠে তার ঘুম ভেঙে যায়, তখন তার চোখ আতঙ্কে বিস্ফারিত,
তার মুখ থেকে একটি শব্দ বের হয় ‘আততায়ী’, অথচ সে একজন লেখক,
সে হয়তো বলতে পারতো যে নক্ষত্রের আলো কয়েক লক্ষ বছর পরে
এখানে এসে পৌঁছায়, সে হয়তো বলতে পারতো গানময় পাখির কথা
যে নতুন করে বাসা বেঁধেছে তার বাড়িসংলগ্ন গাছে, রাত্রিবেলা যে চাঁদ
প্রচুর আলো ঝরায় অথবা তার প্রেয়সী অপেক্ষা করে আছে বহুদূরে,
সে এসবের কিছুই বলেনি, ঘুম ভেঙে শুধু বলেছিল ‘আততায়ী’।


Who is next?
হত্যা করা হয়েছে
একজন বিদেশীকে
একজন খ্রিস্টানকে
একজন বৌদ্ধকে
একজন সন্তকে
একজন হিন্দুকে
একজন শিয়াকে
একজন অধ্যাপককে
একজন ব্লগারকে
একজন সমকামীকে

তারপর আমি জঙ্গিদের হিটলিস্টে থাকা
একজন লেখকের কাছে জানতে চাইলাম
Who is next?
সে বলল—মানুষই হল তাদের পরবর্তী টার্গেট


সাতদিন ব্যাপী মৃত্যুপ্রকল্প
শনিবার তারা বলে তুমি একজন অবিশ্বাসী
রোববার তারা বলে তুমি একজন সমকামী
সোমবার তারা বলে তুমি মুরতাদ
মঙ্গলবার তারা বলে তোমাকে দেশ ছাড়তে হবে
বুধবার তারা বলে তোমাকে হত্যা করা হবে
বৃহস্পতিবার তারা বলে ‘আল্লাহু আকবর’
শুক্রবার তারা বলে ‘ইন্নালিল্লাহ রাজিউন’

আপনার মন্তব্য