ঈশরাত, তোমার জন্যে

 প্রকাশিত: ২০১৬-০৭-১৩ ১৭:০৯:৪৯

 আপডেট: ২০১৬-০৭-১৩ ১৭:২৬:১৯

দাউদ হায়দার:

ঈশরাত, তোমার জন্যে
ভয় ছিল না মৃত্যুর, হিজাব পরো নি৷
হত্যাকারীরা অবাক, "কী কয় মুসলমানে!"

নিঃশ্বাস-প্রশ্বাসে যে স্বাধীনতা তোমার, নিজেকে অনুবাদ করোনি
কখনো আড়ালে, জীবন দিয়েছ গুলশানে।

আমাদের হয়ে সটান দাঁড়ালে তুমি,
দেশের স্বপ্নকে সাজাতে চেয়েছ নানাভাবে৷
প্রিয় ছিল এই দেশ, এই ভূমি,
জানতে না তলোয়ার ছিল আততায়ীর কিংখাবে৷

"যতই বাঁধুক হাতে-পা'য়ে শৃঙ্খল
সহজেই ছিন্ন হবে আমাদের মনোবলে,"
গত বছর নিউ ইয়র্কে বলেছিলে, "সমাজবদল
হয়তো আমার-দ্বারা নয়, কিন্তু আছি সকলে, সদলে।"

যে-রক্তবীজ বপন করেছ নিশ্চয় একদিন
মহীরুহ হবে বাংলার মাটিতে, ঈশরাত৷ সঙ্গে আছি৷
শোকাহত দেশ, দুর্যোগের ঘনঘটা, ধারালো সঙ্গিন
চারদিকে৷ হোক তা, তোমার জন্যেই অভয়ে বাঁচি৷

আপনার মন্তব্য