ইশরাতের জন্য শোকগাঁথা

 প্রকাশিত: ২০১৬-০৭-১৩ ১৮:৪৪:৩৫

 আপডেট: ২০১৬-০৭-১৩ ১৮:৪৭:৪৩

মারুফ কবির:

ইশরাতের জন্য শোকগাঁথা
নিসর্গের মাঝে আমার যে বন্ধুটি সুখ খোঁজে,  
নৃশংসতায় তাঁকে আমি হারিয়েছি তরবারির মাঝে;
প্রাণখোলা হাসিতে যে আমাদের রাখত প্রাণবন্ত,  
প্রাণ গেলো তাঁর ঘাতকের বর্বরতায় বিয়োগান্ত;
বিপুল শুভ্রতায় যে ধারণ করতো শিল্পের প্রতিটি শাখা,  
বাংলার মাটিতে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়লো তাঁর দেহের পাখা;  
উড়ে বেড়াত মন তোমার আকাশের পানে মেঘেদের সনে,
সমাজের সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠে যেতে তুমি চেয়েছিলে নিজ ভুবনে;  
শ্রেণী বিভক্ত এ শহরে মিশে যেতে তুমি সবার সাথে আপন মনে,  
তোমাকে হত্যা করা হয়েছে বন্ধু নির্মম-অমানবিকভাবে ধর্মের নামে;  
মানবিকতার নিদর্শন হয়ে তুমি রবে সবসময় আমার গহীনে।

ছবি : মারুফ কবির

আপনার মন্তব্য