লাশ

 প্রকাশিত: ২০১৬-০৮-১০ ০১:৩৪:৪৮

 আপডেট: ২০১৬-০৮-১০ ০১:৫০:৪৭

দয়াময় বন্দ্যোপাধ্যায়:

লাশ
চোখের ইশারায় কাঁটাতার উপড়ে গেছে কত
অবাধ সংক্রমণ হয়ে গেছে কত
আর তুমি বলছ লাশ ফেলে দেবে।
অত ভীতু ভীতু কথা বল কেন?
লাশকেও ফেলতে হয়!
সে তো এমনিতেই ...

আসলে তোমার শিরদাঁড়া ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে...
গুহামানবের মতো নুয়ে পড়েছে তোমার স্থায়িত্ব
ইশারা করে করে চোখে তোমার ব্যথার জঞ্জাল
আঙুল তুলে তুলে দুই হাতে অপরাধের শব্দহীন স্বাক্ষর।
এসব তোমার নিজেরও অজানা কিছুই নয়
তাই কি নিজের ভয় ঢাকতে...?

সত্যিই কি লাশ ফেলতে হয়?
নাকি এমনিতেই ...
অজান্তে ঠিক তোমারই মতো।

আপনার মন্তব্য