প্রকাশিত: ২০১৬-০৮-২১ ০০:২৫:৩৫
কাশফিম জাহান (কাশফুল):
আমি ভুলে গেছি...
মেঠোপথ, আলপথ ধরে হাটা,গাঁয়ের কিষাণ কিষাণী,
বাদুড়ঝোলা শিশু, পল্লির রাত্রি, শিউলির ঘ্রাণ
আঙিনায় লুকোচুরি খেলা, আকাশ জুড়ে চাঁদ
আমি ভুলে গেছি...
ইট ভাঙা শ্রমিক, ক্ষুধার কান্না, ঘর্মাক্ত নোট
বর্ণহীন অচ্ছুৎ বেশ্যার পবিত্র দেবী হয়ে ওঠা
আমি ভুলে গেছি...
সবুজারণ্যে, জলের ধারা, সভ্য মানুষের ভাষা
মুখরিত জয়ধ্বনি, আনন্দ জয়গান, গিরিরাজ্যে
আমি শুনতে পাই ...... কেবল শুনতে পাই.....
কান্নার ধ্বনি- প্রতিধ্বনি, নির্মম গল্প, বিসর্জন
নেকড়েরা ছিড়ে খেয়েছে লোভনীয় সুস্বাদু শরীর
যৌতুকের বলি,আগুনে ঝলসানো,ধর্ষিতার কান্না
নিষ্প্রভ আধুনিক কাকের সমাজে...
ভালবাসার ফাঁদে প্রতারিত,বিস্ফোরিত কান্না
অসহায় আমি অপলক চেয়ে রই....
যখন দেখি ভাত ফুটতে দেরী হলো বলে
এক তালাক,দুই তালাক,বাইন তালাক দেয় স্বামী।
আপনার মন্তব্য