রনি সূত্রধর-এর ২ কবিতা

 প্রকাশিত: ২০১৬-০৮-৩১ ১৪:৩৬:৩৩

রনি সূত্রধর:

চেনা অচেনা
চেনা শহরের, চেনা রাস্তা
চেনা সূর্যের, চেনা উত্তাপ
চেনা আকাশে উড়ে যায় চেনা মেঘ,
চেনা বাতাসের চেনা স্নিগ্ধতা,
এত চেনা তবু অচেনা মানুষ,
অচেনা বিষনিশ্বাস
ক্রূরতা মননে, মৃত মানবিকতা
চেনা জানা ভুল বিশ্বাস।

বেওয়ারিশ জীবন
আনন্দ ওদের বিষণ্ণ চোখেই
ধরা দেয় অন্য রূপে,
পথেই শুরু শেষটাও পথেই
জীবন যাপন পথের বাঁকেই।

উৎসব রঙিন হয় না ওদের
 বেওয়ারিশ হাত হাতুড়ি ঠুকে,
আকাশটাই ঠিকানা তাদের
জীবন যেখানে মাথা কুটে।

আপনার মন্তব্য