রতনতনু ঘোষ

 প্রকাশিত: ২০১৬-১০-০৮ ১৮:০৮:৩৭

মাসুদ পথিক:

রতনতনু ঘোষ
রতন দা, তোমায় ছেড়ে যাওয়া নীল বাতাস কোথায় গেছে?
রচিত অক্ষর কি বলতে পারবে, তবে
ভোরের এক পালকহীন শালিক বলেছে ওকে অনিদ্রার গাঁয়,
ডুমুরবনের দিকে দেখা গেছে
যেখানে এইমাত্র চাষারা তামাক সাজিয়েছে খড়ের বেনী পুড়িয়ে
তোমাকে এই গতকালও শাহবাগে আমার দীর্ঘশ্বাসের পাশ দিয়ে
হেঁটে যেতে দেখেছি
আকাশটা ছিলো তোমার পকেটেই
অথচ আকাশ থেকে বেশ দূরেই থাকে এই ধুলোআবৃত শাহবাগ
এই মরণঘাতী সিটিবাস আমার জন্যও বসে থাকে রোজ, জানি
জীবন ও মৃত্যুর এই যে কোলাহল, তার ঠিক মাঝ দিয়েই হাঁটি
আর হেলপারের মুখেই শুনি সে কিচিরমিচিরগুলি
আমাদের শৈশব, হারানো সুনীলশালিকের কলতান
বয়ে নিয়ে যায় কেমিক্যাল বাতাস
কেবল বাতাসের শেষ গাঁয়, কূজন ছড়ানো নীরবতার থেকে
দূরে
আমিও তোমার মতো মৃত্যুকে প্রতিরোজ চা ও সিগারেটের সাথে গিলে খাই
যাবো, যাবোই নিদ্রাঘেরা কবিতাহীন বাতাসের লাল গাঁয়
জীবন মানে নাথিং, জীবন মানে বাই

আপনার মন্তব্য