আমরাও ভালো নেই, নিরঞ্জন

 প্রকাশিত: ২০১৬-১১-০৬ ১৪:৩২:৩৮

 আপডেট: ২০১৬-১১-০৬ ১৪:৩৫:১৫

বাবুল হোসেইন:

আমরাও ভালো নেই, নিরঞ্জন
আজকাল আমরাও ভালো নেই নিরঞ্জন
বিশ্বেস কর- আমরা কেউই না, যেমন তুই ভাবিস
আমাদের স্বরাষ্ট্রে আমরা উন্মুক্ত উদার
আসলে পররাষ্ট্রের যন্ত্রণা নিয়েই আমরা
পড়ে আছি, অনুরূপ তুই বা তোরা
আমাদের ঠিকানা বল আর গন্তব্যই বল

সবি সেই নির্ধারিত পরবাস- যেখানে তুই কিংবা আমি
ব্যক্তিহিশেবে একেবারে অবাঞ্ছিত

ধর্মের অহেতুক অজুহাত তুইই বলতি না
দ্যাখ- কেমন করে রাষ্ট্র আমাদের পঙ্গু ধার্মিক বানিয়েছে
কেমন করে প্রতিবন্ধিও
মানুষের আস্থার জায়গায় বায়বীয় ধর্ম বসেছে
ভালোবাসার জায়গায় বিষবাষ্পের গজিয়ে ওঠা
বিশ্বেস কর, নিরঞ্জন, আমরা একটুও ভালো নেই
একটুও না। একটুও না

তুই তো জানতিই আমাদের যৌবনধর্ম
আমাদের মিছিলের হাতগুলো আঙুলগুলো কণ্ঠ ও ঠোটগুলো
সকলি অভিন্ন ছিলো
সকলি মানুষের ছিলো
আমাদের অনুভূতি কিংবা চিন্তাও
সকলি আমাদের ছিলো

ভাগ বাটোয়ারা করতে করতে আমরা এতোটাই নীচে নেমেছি যে
শব্দকেও ভাগ করি
ঈশ্বরকেও। এমনকি গাছপালা লতাপাতা সবই ভাগের দখলে
আমাদের শরীরও ভাগ হয়ে গেছে
আর আত্ম তো কবেই ভোগে গেছে ধর্মের জুজুবাবাজির ভয়ে

তুই ভালো থাকিস ভাই
বন্ধুত্বের দিকে আমাদের আস্থা এখনো আছে
যেমন ছিলো যেভাবে ছিলো
আমাদের আরক্তিম মিছিলে আমরা আবারো একাকার করে দেবো-
আমাদের হাত আঙ্গুল কণ্ঠ ও উচ্চারণ

আমরা সকলেই মানুষ!
মানুষেই আমাদের আস্থা!!

আপনার মন্তব্য