আক্রান্ত শিল্পশহর : সমব্যথী পংক্তিমালা

 প্রকাশিত: ২০১৫-১১-১৫ ১১:২৬:৫৭

 আপডেট: ২০১৫-১১-১৬ ১৬:৩৫:২৮

শিল্প-সাহিত্য-চিত্রকলার নগরী প্যারিস শুক্রবার রাতে উগ্রবাদী সন্ত্রাসের শিকার হওয়ায় বিশ্বব্যাপি নিন্দ:

ফকির ইলিয়াস
প্যারিস : ১৩ নভেম্বর ২০১৫

শোক এখন আর আমাদের সড়কগুলো ঢেকে দিতে পারে না।
বরং রক্তাক্ত হাত ‌উঁচিয়ে আমরা বলতে থাকি- 'দাঁড়াও মানুষ!'
দাঁড়িয়ে থাকো এই আইফেল টাওয়ারের মতো শির উঁচু করে।

আমরা এখন আর কোনও উৎসবের দর্শক হবো না। আমাদের
রোজমানচায় আর লিখিত হবে না কোনও ছন্দের স্বরলিপি। 
যারা আমাদের প্রতিবেশে সেরে নিচ্ছে তাদের সংহারপর্ব—
আমরা এখন শুধু নীল কালিতে আঁকবো সেইসব শকুনের প্রতিচ্ছবি
রেখে যাবো আগামী প্রজন্মের জন্য—
যাতে তারা জানতে পারে, ঘোষিত কোনো বিশ্বযুদ্ধের দামামা
না থাকলেও, কেউ কেউ এই পৃথিবীর মাটিতে বসাতে চেয়েছিল
তাদের নখের দাগ। ছিঁড়ে ফেলতে চেয়েছিল আমাদের সবটুকু মায়া।


সরদার ফারুক
বোকা আর্তনাদ

অনেক কথাই বলা যেতো, খোঁড়া যেতো নিজের কবর
বিষ-কাটারির ঘায়ে লুটিয়ে পড়ার আগে
দেখা যেতো শান্তিদূত, ন্যায়বিচারের মুখ!

হাইড-আউটের তাঁবুতেও উঁকিঝুঁকি, ঠোঁটের অর্গল ফুঁড়ে
বেরিয়ে পড়তে চায় বোকা আর্তনাদ

সত্য, তুমি প্রবল হয়েছো-- উন্মাদের ফুলে-ওঠা পেশী

 

সজল সমুদ্র
তুমি বরং আরেকটু গুছিয়ে মিথ্যা বলো

সব রক্তগঙ্গা, খুন-জখমের সব উৎসবের দিকে তাকিয়ে এখন বোধহয় স্তব্ধ হয়ে বসে থাকার সময়! পৃথিবীর সমস্ত অন্যায়-অবিচারের দিকে তাকিয়ে বড়জোর আরো কিছুদিন আমি নিঃসাড় হয়ে পড়ে থাকবো! অথবা সিসিফাসের কথা, যুদ্ধশেষে গ্ল্যাডিয়েটরের অবসাদগ্রস্ত ভূমিকার কথা ভাববো! 

তুমি বরং আরেকটু গুছিয়ে মিথ্যা বলো, গালি ও বিবৃতি দাও, গুলি করো, ছুরি-চাপাতি চালাও, আঘাত করে চলে যাও; আমি হয়তো আরেকটু স্তব্ধ হয়ে বসে থাকবো; তোমার অসভ্য জন্মের দিকে আরো বেশি করুণার স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকবো! ধিক্কার জানাবো। কিন্তু পাল্টা আঘাত বা প্রতিশোধ— সেসব অন্যকেউ নিলেও নিতে পারে, আমি নই! 

কবিতা লেখা লোক, তোমার ট্যাংক-ড্রোন-মিসাইলের যুগে এই নিঃশব্দ প্রতিবাদটুকু ছাড়া, তার আর কি করবার আছে আজ?


বাবুল হোসেইন
কালাশনিকভ যুবকের প্রতি

ওহে কালাশনিকভ হাতের যুবক
এবার আমার দিকে চালাও তোমার অগ্নিগুলি

চালাও তবে আমার দিকেই
আমি পৃথিবীর নগন্য এক মানুষ শ্রমিক
ঘামে ভেজা শরীরে নোনতা ঘ্রাণ এখনো
তুমিতো আমাকেই খুজছো, এই নাও বুক

চালাও গুলি, চালাও চালাও
তোমার অস্ত্রের কসম
আমাকে যতক্ষণ না শেষ করে দিচ্ছো
মনে রেখো, তুমিও শান্তিতে থাকবে না

আমার রক্তে থোকা থোকা ফুল
চালাও গুলি,ছিন্ন করো মস্তক, ঘাড়
আমি সেই মানুষদের প্রতিনিধি
আমিই সেই মানুষ যাকে আত্মঘাতী করেছো

আমরা সবাই শেষ, এখন তবে কার দিকে
তাক করবে তোমার যুদ্ধাস্ত্র মানবাস্ত্র
ভুলে যেও না
এইবার তোমার পালা!

 

দুর্জয় আশরাফুল ইসলাম
এত রক্ত কে ছড়ালো

এত দূর থেকে ভয়ার্ত কান্নার স্বর পৌঁছোয় না,
আমাদের ঘুম ভাঙে শান্ত সুনিবিড়,
আড়মোড়া দিই, জানলা খুলে আকাশ আলো,
এ কি! এত রক্ত রঙ বিছানাময় কে ছড়ালো!

আপনার মন্তব্য