কবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস আজ

 প্রকাশিত: ২০১৫-০৬-২৯ ০৯:২৪:৫২

 আপডেট: ২০১৫-০৬-২৯ ০৯:২৫:৪৭

ডেস্ক রিপোর্ট:

ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট কবি ও নাট্যকার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বাংলার যুগপ্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৩তম প্রয়াণ দিবস আজ। 

১৮৭৩ সালের এই দিনে কলকাতার আলীপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মহাকবি মধুসূদন দত্তের জন্ম ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুরের সাগরদাঁড়ি গ্রামে। তার বাবা জমিদার রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবীদবী।

১৮৫৩ সালে ঘ্রিস্টধর্ম গ্রহণের পর থেকে তার নামের সঙ্গে ‘মাইকেল’ যুক্ত হয়। বাংলা সাহিত্যে গাম্ভীর্যপূর্ণ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেও ইংরেজিতে কবিতা লেখার ক্ষেত্রে অসামান্য দক্ষতা দেখিয়েছেন তিনি।

ইংরেজি ভাষায় পাণ্ডিত্যের জন্য বৃত্তি ও মেডেলও পেয়েছেন। তার অসামান্য সব গ্রন্থের মধ্যে নাটক ‘পদ্মাবতী’ ও ‘কৃষ্ণকুমারী’, কাব্য ‘মেঘনাদবধ’, ‘তিলোত্তমাসম্ভব’ ‘ব্রজাঙ্গনা’ ও ‘বীরাঙ্গনা’, প্রহসন ‘একেই বলে সভ্যতা’ ও ‘বুড়ো শালিকের ঘাড়েরাঁ’ এবং চতুর্দশপদী কবিতাবলি উল্লেখযোগ্য।

দিবসটি উপলক্ষে কবির জন্মস্থান সাগরদাঁড়িতে মধুসূদন একাডেমী নানারকম কর্মসূচি পালন করবে।

আপনার মন্তব্য