
প্রকাশিত: ২০১৯-১২-১৬ ০০:১৫:০৮
ছবি: প্রতীকী
মাসুদ পারভেজ:
বিজয় আমাদের প্রজ্বলিত শিখা, শিখা অনির্বাণ
বিজয় আমাদের জানিয়ে যায় শির সটান, সদা বিরাজমান।
২
রক্তের লালে ভিজে খাঁটি হয়েছে সবুজ
সারা বাংলার মুখটাই ছিল মুজিবের মুখ।
৩
স্বতঃস্ফূর্ত শোকে ছিল উচ্ছ্বাসের বাতাবরণ
টেকনাফ থেকে তেতুলিয়ায় জনতার বিস্ফোরণ।
৪
মানুষ লড়েছে মানুষ মরেছে সম্ভ্রম গ্যাছে কত মা-বোনের
এনেছে যারা নতুন ভোর কুর্ণিশ করি সকল বীরদের।
৫
রক্তের অনিঃশেষ লাল, ভালোবাসায় খাঁটি সবুজ
মোহনায় এসে মিশেছিল আগামীর রোদ্দুর ।
৬
বিজয় নেশায় মাতোয়ারা ছিল কত যে মহৎপ্রাণে
শান বাঁধানো ঘাটে, এসেছে চুপিচুপি রাতের আন্ধার নেমে।
৭
মানুষের অমানুষিকতায় জমেছে কত লেনাদেনা
সবকিছু ভেঙেচুরে উদয় হয়েছিল স্বাধীন সূর্যসেনা।
৮
হাওয়ারা মিলেছিল দীর্ঘশ্বাসে, মুক্তির মাতাল স্বাদ;
পরম সংলাপে মশগুল, নিমগ্ন ছিল বাংলার নামে।
৯
রক্তধৌত সবুজ আলোয় হেসেছে বীর লাখে-লাখে
বীর বাঙালীর স্বাধীনতায় দৃষ্টি ছিল বিশ্বজুড়ে।
১০
শীর্ণ করাঙ্গুল প্রহর গুনেছে দিবানিশি
শত্রুসেনাদের পরাভূত করে এগোচ্ছিল সোনালি লিপি।
১১
হয়তোবা পাখিরা জেনে গিয়েছিল, হয়তোবা সবুজ পাতাগুলো
বিজয়ের সুবাসে মাতোয়ারা ছিলো মুক্তির সেনাগুলো।
১২
এক নিঃশ্বাস দূরত্বে সোনালি হাতছানি, রক্তভেজা ইশারায়
এক পৃথিবী অভিমানে ভিজেছে জমিন ভালোবাসায়।
১৩
শিয়রে এসে দাঁড়ানো বিজয়ের সুবাস ; পেরিয়ে আসা কত শত ইতিহাসের বাঁক
মোহনার ফুলেল গন্ধে মাতোয়ারা সব হারানো অগণিত প্রাণ ।
১৪
কালো কালো চোখ ছেয়ে গিয়েছিল বাংলার এ-প্রান্ত ও-প্রান্ত
শহরে-গ্রামে খুন হয়ে গিয়েছিল স্বাধীনতার হাজারো স্তম্ভ
১৫
চারিদিকে নতুনপ্রাণ চারিদিকে নিস্তব্ধতা
এরই মাঝে পেয়েছিলাম নতুন মানচিত্রের রূপরেখা
১৬
ঘাতকের নির্মমতা রুখে দিয়ে অর্জিত সোনালি স্বদেশ
রক্ত আর ত্যাগের ছিল না যার শেষ!
আপনার মন্তব্য