প্রকাশিত: ২০২০-০২-১৯ ১১:৫২:২৬
মাসুদ পারভেজ:
সময় আমাকে টলাতে পারেনি,
যেমন পারে নি বিষণ্ণতা।
যতটুকু কাবু হয়েছি তোমার শিয়রে
ততটুকু হারিয়েছি নিজেকে, মনের অগোচরে।
সময়কে বিদায় বলেছি তোমায় ভালোবেসে
সময়জ্ঞান তুচ্ছ করে মাথা লুটিয়েছি তোমার বুকজুড়ে তোমার সত্তায়; সবটুকুই নিংড়ে নিয়েছি দু'হাতভরে
ভালোবেসেছি তোমায়, সময়ের বিরুদ্ধতায়।
আমাদের মাঝে সময় নেই। সময়ের তাড়া নেই।
অসীম ভালোবাসায় তুচ্ছ যত সময়ের ঘোড়া
টগবগিয়ে পালিয়ে, বুকজুড়ে চাষাবাদ করবে;
মায়াহরিণের চক্ষু।
সময়ের অগোচরে সোনামুখো হাসিতে ছলছল করবো
বিষাদের অমৃতরস পান করে আমরা, আমরাই
রাঙাভোর নিয়ে আসবো।
আপনার মন্তব্য