ভুলে যেয়ো না বলা কথা

 প্রকাশিত: ২০২০-০৩-১০ ১০:৩৭:১৯

মাসুদ পারভেজ:

আমরা হাঁটছি, হাঁটতে-হাঁটতে ক্লান্ত হচ্ছি
ডানা জন্মানো হয়ে গেলে উড়বো।

ভুলে যেয়ো ভুলে যেয়ো,
মনে রেখো কেবলি না বলা কথা।

শূন্যের ঝাঁপি উদোম হলে নিজেকে সরিয়ে
নিয়ে যেয়ো আরও অন্ধকারে
অন্ধকারে চোখ সয়ে আসার পূর্বানুমান সত্য হলে
দেখবে তুমি আলোর নাচন।

দরজার ও-প্রান্ত তুমি, এ-প্রান্তে বিশালতা
মাঝখানে বয়ে যায় ধূসর নিরবতা
মনে রেখো চাকার ভেতর
শূন্য হয়ে আছে বিরাট
ফুটো হয়ে গেলে অচল আধুলির মতোন;
মনে রেখো নেমে আসা তিস্তাপাড়ের বিষণ্ণতা।

দিনান্তে ভুলে যেয়ো চলতে-ফিরতে ভুলে যেয়ো
সব মনে গেঁথে গেলে ভুলে যেয়ো মনের কথা
যে কথা বলা হয় নি সে কথা ভুলে যেয়ো।

ভুলে যেয়ো যতন করে যে কথা কভু হবে না'কো বলা।

আপনার মন্তব্য