তোমার সাকিনে কেউ কড়া নাড়বে না

 প্রকাশিত: ২০২০-০৪-১৬ ২১:৪৮:৩২

হোসনে আরা কামালী:

অজস্র জন্ম লুকিয়ে আছি ঘাসের ভিতর
মাটির মাতালরস মিটিয়েছে আকণ্ঠ তৃষ্ণা
নিয়েছি মুখের গ্রাস অতিক্ষুদ্র
পিপীলিকার সরলদীক্ষায়
আর পাতার ছাউনির বন্ধুতার সুরক্ষা।

সময়টি আমাদের ব্যক্তিগত কোয়ারেন্টাইন দিনের
এক-দু মিটারের সামাজিক দুরত্ব নয়
হাজারো মিটারের অবধারিত ব্যবধান ছিল
আমাদের অজস্রদিনের ব্যক্তিগত কোয়ারেন্টাইন

এখন অন্যরকম দিনক্ষণ
মুক্তদাওয়া শূন্য খা খা করে
কাকেরাও পালিয়েছে এ শহরের তল্লাট ছেড়ে
মৃত্যুর মিছিল শেষাবধি ঠেকবে কোথায়
কেউ জানে না…

এমন অচেনা অবরোধ বড়ো ক্লান্ত করে
মস্তিস্কের ছায়াপথ
অহেতুক কোলাহলে গাঁজার চাষ চলে
শেষকৃত্যে স্বজনের ভয়ার্ত দুচোখ
ধু ধু ময়দানের গান শুনে

এখন ঘাসের গালিচা ছেড়ে
কত সহস্র মিটার অপ্রেমের সামাজিক দূরত্ব
অতিক্রম করতে নাভিশ্বাস এই মানবিক জমিন

মৃত্য়ু এসে যদি অন্ধকার করে দেয়
ঘাসের নির্বাসন
দু এক পাতা পিঁপড়াবিদ্যা
আর সুবাস্তুর সংগীত
তোমার স্পর্শহীন মৃত্যু যদি নেমেই আসে
তোমার সাকিনে কেউ কড়া নাড়বে না।

০৭-০৪-২০২০

আপনার মন্তব্য