প্রকাশিত: ২০২০-০৫-১৪ ২২:৫২:৪৫
সঞ্জয় কর:
রাতের বেলা সিলেট এলো
ঢাকা থেকে বাবু,
প্রশাসনকে জানিয়ে দিলো
আমার কাকাবাবু।
ছিলোনা বাবুর জ্বর,সর্দি
শুধু কাশ ছিলো,
ঢাকার নারায়ণগঞ্জে তার
বসবাস ছিলো।
এলাকাতে ঘুরতে লাগলো
সন্দেহের লাটিম,
ব্লাড স্যাম্পুল নিয়ে গেলো
স্বাস্থ্য কর্মীর টিম।
করোনার রিপোর্ট বাবুর
দিলো পজেটিভ,
মস্ত ডাক্তার এই বাবুর
ছিলো রিলেটিভ ।
ডাক্তার বাবুর চ্যালেঞ্জেই
টেস্ট হলো ফের,
ধরা পড়লো সেই রিপোর্টে
ভুল ছিলো ঢের!
আপনার মন্তব্য