আমি পুরুষ নই ; পুরুষের মত দেখতে

 প্রকাশিত: ২০১৬-১১-০৫ ০২:৩৭:৫১

অঙ্কন : সত্যজিৎ চক্রবর্তী

মাসুদ পারভেজ:

আমি পুরুষ নই ; পুরুষের মত দেখতে
আমি পুরুষ নই দেখতে পুরুষ মনে হলেও
দুটো হাত দুটো পা দুটো চোখ আছে
ঘ্রাণ শক্তি আছে, আছে কামানুভূতি
মেয়ে দেখলেই শিশ্ন লাফিয়ে উঠে
দুই-তিন স্তরের পর্দা ভেদ করে :
চোখের সামনে ভাসিয়ে তুলি, সাজিয়ে তুলি
পুতুলে।

তবুও আমি পুরুষ নই,
আমি এখনো মানবিক হতে পারিনি
মানুষের দুর্দশায় আমি এখনো কাঁথা-মুড়িয়ে ঘুমায়
আমার গোচরে কিংবা অগোচরে চলে ইতিহাসের ভিন্ন পাঠ
তবুও নির্বিকার আমি ভাবলেশহীন হয়ে
আজন্ম খোলা চোখে দেখে যায় পবিত্র শহীদদের অপমান
আমি কান খুলে শুনে যায় তাদের বানানো মনগড়া ইতিহাস।

আমি মানুষ নই, দেখতে মানুষ মনে হলেও
মানুষ হলে মানুষের জন্য অনুভূতি থাকতো
অন্যায় অবিচারে আমার মন কেঁদে উঠতো
বুক আনচান করতো কিন্তু
ওই যে বললাম মানুষ নই, তাই
পবিত্র শহীদদের অপমানে কিংবা শহীদ মিনারের অপমানে, জাতির পিতার অপমানে বা
ঘটে যাওয়া নানান অবিচারে ;
আমার কোন অনুভূতি জন্মায় না
অথচ আমি উন্মাদ হয়ে ঝাঁপিয়ে পড়তে চাই-
যে কোন বয়েসী মেয়ের উপর
আমার হস্ত তাদের ছোঁয়া চাই, সময়ে -অসময়ে
আমার শিশ্ন লাফায়, পার্কের বেঞ্চে
গাড়ির সিটে
টিভিসেটের সামনে।

আমি মানুষ নই, দেখতে মানুষ মনে হলেও
আমি এখনো পলাশ'কে মেনে নিতে পারেনি
তাকে মালাউন ভাবি, মুখে না বলার ভান করলেও
আমি পুষ্প'কে বলাৎকার করতে চাই, অথচ সে আমার খুব ভালো বন্ধু
কিন্তু বন্ধুর বাইরে সে মালাউন
আর মালাউনে নাকি পুণ্য জোটে।
আমি তারসাথে সৎভাব বজায় রেখে চলি
যেন সুযোগের সৎ ব্যাবহার করতে পারি।

এসবই আমার কথা
উপরে এক লেবাস
ভেতরে সম্পূর্ণ আরেক।

আমি মানুষ নই, মানুষ হলে
তনু থেকে খাদিজা কিংবা পূজা
সবার জন্য আমার মানবিক অনুভূতি জাগতো
আমি মানুষ হলে
মন্দির আক্রমণের তীব্র প্রতিবাদ করতাম
ক্ষোভে ফেটে পড়তাম
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়।

আমি মানুষ নয় মানুষের ছলে আছি বৈকি।

আপনার মন্তব্য