আমার কোন অভিযোগ নেই

 প্রকাশিত: ২০২০-০৬-১১ ১৩:১১:৩৯

মাসুদ পারভেজ:

ছোটবেলা থেকেই আমি ভবঘুরে ছিলাম।
না। তেমন কোথাও ঘুরে বেড়াইনি
পাহাড়-জঙ্গল, খাল-বিলের ধারে যাইনি;
তবুও আমি এক ভবঘুরে।

মাঠের সবুজ ঘাস, পুকুর পাড়ে ও ঘাটে
কিনারে বেড়ে উঠা সবুজবীথি,
আমাকে নির্মল হাওয়া দিয়ে গেছে অবিরাম।
চোখ যতটুকু গেছে, দেখেছি হাওয়া আর
দুলছে সবুজধান, শিষগুলো যেন পরম আনন্দ।

ঠিক, বহুদিন পর এখন যে সময় পার করছি
তখন বিশুদ্ধ হাওয়ার বড়ই অভাব
কৃত্রিম শ্বাসপ্রশ্বাস নেওয়া বেড়েছে হু হু করে
মানুষ মরছে বিনা চিকিৎসায়—
মানুষ মরছে ভয় আর আশংকায়।

অথচ আমার সে সামর্থ্য নেই।
বরং আমি ঠিক করে নিয়েছি আমার মৃত্যু হোক
স্বাভাবিক প্রক্রিয়ায়। অক্সিজেন সিলিন্ডার আমি
পাবো না। পাবো না আইসিইউ। যদিওবা সে সামর্থ্য
নেই আমার। তাই, মরে যাবো ঠিক করেছি কবিতায়।

আমার সে সামর্থ্য নেই।
এম্বুলেন্স ডাকার, অক্সিজেন নল মুখে লাগিয়ে
হাসপাতাল অবধি যাওয়ার
দ্রুত ভর্তি হয়ে ডাক্তারের সহানুভূতি;
না, আমার কোনটার সামর্থ্য ঠিক নেই।

বরং আমি তাদের অভিশাপ দিচ্ছি;
যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।

বরং আমি অভিশাপ দিচ্ছি তাদের;
যারা সব জেনেশুনে গুটিসুটি হয়ে বসেছিল।

আপনার মন্তব্য