আউলানো বাউলা সময়

 প্রকাশিত: ২০২০-০৫-২০ ০১:০৬:০৬

মাসুদ পারভেজ:

মৃতদেহের শিয়রে দুটো মোম জ্বালিয়ে দাও
এক অর্থহীন নির্জনতা আমাদের পেয়ে বসেছে
যেন, চার্চের প্রার্থনা শেষ হয়ে এলো-
চারিদিকে ছড়িয়েছে নিস্তব্ধ বাতায়ন।

উদাস প্যাঁচা একচক্ষু অন্ধের খপ্পরে
রাতকানারা রাতের আলোতে দাপিয়ে বেড়ায়
মাতালের চিৎকার শীৎকার ছাপিয়ে যায়;
মাথা গুঁজে যাও এই বিষণ্ণ শহরে।

টুংটাং একতারায় অনুজ্জ্বল তোমাদের
দোতারার ভয়ে হিংস্র প্রমাণ
বাউলের মুখোমুখি হতে মুখোশ তোমার খসে যায়
আবদুল করিম ঈষৎ হাসিতে চেয়ে রয়:
এই বিষাদ, মায়াবী হ্যাজাক।

স্বরলিপি যদি পুড়িয়ে দেওয়া যায়
হারমোনিয়ামে যদি না আসে সুর...
তোমাদের এই ভয়ালদর্শন, আলুথালু সময়ের শপথ
এই পৃথিবী বাউলের হবে না, জানি;
তবুও বলছি, এক পৃথিবী অভিশাপ তোমাদের হোক।

আপনার মন্তব্য