একদিন সহসাই একদিন আসবে

 প্রকাশিত: ২০২০-০৬-০৪ ২৩:৫৫:৩৫

মাসুদ পারভেজ:

তোমার জন্য কোন শোকমালা নেই।
তোমাদের জন্য শোকগাঁথা নেই।
অশ্রুজলে ফুরিয়ে গেছে সোনালি জমিন
মৃত্যুতে কোন উৎসব নেই-
হবে নাকো জেনো সানাইয়ের সুর।

তোমাদের জন্য অনলবর্ষী কোন বক্তা
বলবে এ ছিল হবার
যা পেয়েছো সোনাঝরা দিন
হারিয়েছে মুকুলিত সৌরভ
হায়, সে সুমধুর, মোহাবিষ্ট হয়ে ফোঁস করে উঠেছিল সাপগুলো।

তোমাদের জন্য গালগল্প
ছিল না অঝোর বৃষ্টি
মায়াভরা ঝুলিতে ছিল ঝুঁকি-
অতএব, তোমাদেরই বিদায়ে কারও কারও ছিল সন্তুষ্টি।

তবুও একদিন, মানুষ বেশে অমানুষের পালে
ভেসে-ভেসে বিশুদ্ধ হাওয়া শুষে নিতে-নিতে,
মনুষ্য চিড়িয়াখানার কিউরেটরের মৃত্যু এসে গেলে
তবুও একদিন, একদিন রৌদ্রজ্জ্বল দিন
একদিন সহসাই একদিন আসবে।
পাগলের নাড়া সাঁকো বেয়ে চলাচলে
হুড়োহুড়ি করে নাইতে নেমে...
নাইতে নেমে ঘোমটা খসে গেলে
দূরের-কাছের যতগুলো সম্ভাবনা,
তার সবটুকু নিয়ে বোরোধান গোলায় উঠে গেলে
মানুষ একদিন, একদিন ঝাঁপি খুঁজে পাবে।
খুলে দিলে যত কোটর
গুপ্তধন পেতে নিবে আখের গোছানোর খেল দেখে
আসবে বলে বেলা ফুরাবার আগে-আগে;
সেদিন দ্রুতলয়ে হাঁটতে-হাঁটতে...
একদিন সহসাই একদিন আসবে।

আপনার মন্তব্য