
প্রকাশিত: ২০২০-০৫-১৪ ১৭:০৯:৩৫
মাসুদ পারভেজ:
কত শত পাখি উড়ে যায় সময়ের আনন্দে
কত সহস্র মাইল আকাশে উড়তে পারলে পথ ফুরোয়
ডানা কতটুকু প্রসারিত করতে পারলে পার্থিব সুখ
ধরা দেয় কিচিরমিচিরে
আমিও কি তাহলে পাখির মত উড়ে উড়ে
সীমানা ছুঁয়ে দিয়ে
নোঙরসুখ নিতে নিতে বিদায় বলে দিবো:
আহত বসুন্ধরা তো তাই চাইছে
তলিয়ে যাচ্ছি:
যেন বেড়ে চলছে প্রাচীনতম অন্ধকার
আর আমি ডুবে যাচ্ছি সভ্যতার নগ্ন হাত ধরে
পত্রপাঠ গুটাবো বলে আমার অপেক্ষা
হাহাকারের মত যা বেড়েই চলছে
আপনার মন্তব্য