হাসপাতাল সিরিজ- ২

 প্রকাশিত: ২০১৫-১১-০৬ ১২:২৯:৪৬

 আপডেট: ২০১৫-১১-০৭ ১৯:০১:৩০

আহমেদুর রশীদ:

[আহমেদুর রশীদ টুটুল কবি ও প্রকাশক। ৩১ অক্টোবর ধর্মীয় উগ্রবাদীদের হামলায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই জানিয়েছেন, 'আমি পিছু হটবো না'। পিছু হটেন নি টুটুল। হাসপাতালে চিকিৎসাধীন কবি লিখছেন। সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম প্রকাশ করছে তাঁর 'হাসপাতাল সিরিজ']

হাসপাতাল সিরিজ- ২
সমবেত ঘাসফুল
মন খারাপ করা হেমন্ত সন্ধ্যার শিশির,
আজ বইমেলার পরিবর্তে
শব্দ বাক্য অক্ষরের পরিবর্তে
আমরা আমাদের কেটে ফেলা আঙ্গুল
দুভাগ হওয়া মাথার খুলি, চোয়াল
রাজিব অভিজিৎ অনন্ত নীল

মেঝেতে শুকিয়ে থাকা দীপনের রক্ত আজ
আপনাদের চক্ষু, অন্তর্চক্ষুর সমীপে
আপনাদের বেদনার মর্মমূলে
হেমন্তের বইমেলার পরিবর্তে
এই উদ্বোধনের মঞ্চে

এই শূন্য মাইক্রোফোনের সামনে
পাবলিক লাইব্রেরির দেয়ালে দেয়ালে
পাতার মর্মরে
রাজপথে শাহবাগে
দেখুন, দয়া করে আপনারা শুধু দেখুন

 

০৫ নভেম্বর ২০১৫

আপনার মন্তব্য