রুবাইয়াৎ-ই-মাসুদ-২

 প্রকাশিত: ২০২১-০৯-২৪ ১৯:৫৩:২১

 আপডেট: ২০২১-০৯-২৪ ১৯:৫৮:০৭

মাসুদ পারভেজ:


তামাশা দ্যাখো সং সাজো
কিসে তোমার ঝলসে যায়
সুরা দ্যাখো সাকি দ্যাখো
কিসে তোমার মজে যায়


বেঁধো না শক্ত করে বেঁধো শক্ত করে
পালাচ্ছে জীবন পরপারের হাত ধরে
হেসো তুমি কলহাস্যে, যেন দ্যাখছো শ্যাষ
কাল কেয়ামতে পুড়বে তুমি, দুনিয়াতে কেন তব অনিঃশেষ

১০
ধ্বংসে তুমি লীলায় তুমি
হাসিতে তুমি কান্নায় তুমি
আমি কেন খুন হয়ে যাচ্ছি ইশারায়
সময় তো কেবলি দিগন্ত ছুঁয়ে যায়

১১
আপাদমস্তক নগ্ন তুমি দেখলাম না তবু আজও
চক্ষুজোড়া রেখেছি খুলে দেখি নিকষ কালো
সামরাদ বলে, বিলীন হয়েছি অসীমজলে
জীবন আমার গেল অভয় চাঁদের ভবে

১২
দেখবো বলে জগতটাকে
হাঁটছি সেই কবে থেকে
ঘুরে-ফিরে আবার এসেছি
একই বৃত্তের চরণতলে

১৩
চাইলেও পারি না ছুড়ে ফেলতে
পারি না চাইলেও আর বোঝা নিতে
খোদা কোথায় তোমার লীলা
কোথায় আমার ঠিকানা?

১৪
একদা ছিল হেসে বেড়ানোর দিন
নিত্য এখন যা হচ্ছে সঙ্গিন
এত দুঃখ এত যন্ত্রণায়
কে আমায় বিলাবে সুধা?

রুবাইয়াৎ-ই-মাসুদ-১

আপনার মন্তব্য