রুবাইয়াৎ-ই-মাসুদ-১৩

 প্রকাশিত: ২০২১-১২-২৬ ০৪:১৭:০৬

মাসুদ পারভেজ:

৮৬
ডাক দিয়ে যাও খোলা মাঠে
একবার উত্তর না পেলে বারংবার
উত্তর তুমি পেয়ে যাবে নিশ্চিত
দৃশ্যত জবাব না পেলেও

৮৭
অন্ধকার ভালোবেসো, রেখো আপন করে
আলোর সন্ধান না হয় খেই হারাবে
যাকে তুমি পেছনে ফেলে যাচ্ছ অন্ধকার ভেবে
সে-ই তোমাকে আলো দেখাচ্ছে

৮৮
ধোঁয়াশা কেটে গ্যালে বিরানভূমে
আর্তনাদ করো না গলা উঁচিয়ে
যাও যাও আরও যাও, দূরে যাও আরও
অবারিত পথের ফাঁকফোকর তোমার সন্ধান করছে জেনো

৮৯
মাছেদের জীবন দেখো
এই ডুবুডুবু এই ভাসা
জাল হাতে ওঁত পেতে আছে কত কত শিকারি
নিন্দে করার আগে একবার ভাবো, যন্ত্রণার কতটা পেয়েছো তুমি

৯০
রাত্রিকে সব কথা বলো না
ভোরের জন্যও রেখে দাও কিছু
সবকিছু খোলাসা হয়ে গেলে
কিছুই আর রবে না তোমার পিছু।

৯১
অহেতুক উত্তেজিত হয়ো না
উত্তেজনায় সর্বনাশ ডেকে আনে।
শামসকে আঘাত করা চাকুকে ভাবো একবার
জিজ্ঞেস করে দেখো, কী তার মর্মবেদনা

৯২
জ্বলন্ত রবির দিকে তাকাতে না পারলে
তুমি তাবরিজের শামসকে দেখো
এই যুগের মাওলানারা তোমায় বিভ্রান্ত করলে
তুমি সুলতান বাহাউদ্দিনকে জানো

৯৩
স্বপ্নে কী দেখলে তুমি, কে দেবে তার ব্যাখ্যা
তাবরিজের শামস তো পরিন্দাই ছিলো
রুমির মসনবিতে খুঁজে দেখো
কী পেয়ে কী তুমি হারিয়েছো

আপনার মন্তব্য