প্রকাশিত: ২০২১-১২-২৭ ২০:৩৯:০৪
মাসুদ পারভেজ:
৯৪
অহেতুক ভেবো না, বেশি বুঝো না
আলা’র মতোন খুনি হইয়ো না
হুশামের মতোন লেগে থেকো
সরাইখানাও ছাড়া যাবে না
৯৫
উধাও হয়ে যাই জীবনের মতো
উলুবনে জোছনায় মাখামাখি
কে ডাকে কাকে, কে-ইবা যায় কার ইশারায়
পোড়ামুখো অনলের জাত যায়-যায়
৯৬
মেশক এনেছি নাভিমূল চিরে
ওহী নিয়ে নেমে এসো ধ্রুবতারা তুমি।
আমার তো সব-ই বিষণ্ণ লাগে
কেন তুমি দূরে রও হে প্রিয়!
৯৭
শাদা অক্ষরগুলো মন্দিরের গ্রীবা ছুঁয়েছে
অসুরবধের মিশনে লেগেছে প্রাণপণ
চূড়ায় চূড়ায় আজ বিষাক্ত তীরের নিশানা;
চাতক পাখিদের আজ নির্ঘুম চোখ।
৯৮
আদিম ঘ্রাণ আমার বুকে লেগে রয়
পেয়ালাটা খালি হয়ে গ্যালে ইশারায়,
উদাসি স্বরের দারুণ সঙ্গমে
ঝরঝর বৃষ্টিতে দুইকুল ভেসে যায়।
৯৯
জন্মের উৎসবে গৌণ হয়ে যায় মৃত্যুর মহাযাত্রা
মাঝে বেহাত হয়ে যাওয়া জীবন-সংগ্রাম
এই মায়া, মিছেমিছি জগত-সংসার
এই কামাতুর ভীষণ লোভের জীবন
১০০
নিজ সত্তাকে মাড়িয়ে এক অভিন্নতায়
ভেঙেচুরে এগিয়ে যাই হ্রদয়ের আরাধনায়
মনের ভেতর শূন্য করে গড়ে ওঠা কাবা
আমার ডাক আসে-যায় তোমারই বদান্যতায়
আপনার মন্তব্য