প্রকাশিত: ২০২১-১২-১৯ ০২:৪৯:২৫
মাসুদ পারভেজ:
৭৯
ভেবে দ্যাখি আজ দোর থেকে দোরে
কী এক জীবন কাটিয়েছি চৌকাঠ হয়ে
তবুও পাইনি তোমায় প্রিয়তমা;
বসন্তের আগমন ঠেকায় কীভাবে?
৮০
রুমি আমায় হেসে বলে গালিবকে সুধাও
হাফিজের প্রেমে মাতোয়ারা হেতুয়
মীর তকি মীর হাসলে পরে, হাল্লাজ আসে চুপিচুপি
মান্টো ডাকে আলতো ছুঁয়ে নাজিম হিকমতের চোখে জল
৮১
বিভ্রমের আমি ডুবেছি অথৈ সাগরে
সাধুবাবার চোখেতে জল
সুমিষ্ট হাসির বাঁধ ভেঙেছে
জানি না আমি; কে আপন কে পর!
৮২
বেয়ে বেয়ে নেমেছি গভীর প্রণয়ে
সাকি আমায় করেছে আপন শরাব করছে পর
শরাব বিনে সাকির কী থাকে আর,
মাসুদ তো মজেনি কেবলি রূপের আঁধার
৮৩
আঁখি ছলছল বন্ধু আমার
হারিয়েছি কত রঙচঙ
তোমারেই করেছি অশেষ
ভাসিয়েছি ভেলা নিরুদ্দেশে
৮৪
একবার উঠে দাঁড়ালাম আকাশ দেখবো বলে
দ্বিতীয়বার উঠে দাঁড়ালাম মাটি থেকে, সাবধানে পা ফেলে
তৃতীয়বার দেখি, যা দেখছি সব ঝাপসা
সবই আলো-আন্ধারের খেলা
৮৫
রুহের মহাফেজখানার সেইসব দিনগুলোতে
কেমন ছিলাম জানি না তা
হয়তোবা চোখ বন্ধ রেখেই
আত্মাদের সাথে ছিল আত্মার সম্পর্ক অবিরাম
আপনার মন্তব্য