
প্রকাশিত: ২০২১-১০-০৫ ২৩:০৯:৩১
মাসুদ পারভেজ:
২৮
জন্মে পরাজিত হয় যদি জরা
হাজারো মুখোশ ছিঁড়ে
ফুলের জীবন কেন হলো সারা
অপবিত্রতা গায়ে মেখে?
২৯
নিজেকে পরাজিত করে যাই হরহামেশাই
পথের রাজা যেমন ভিখেরি হয়ে যায়
আয়নাতে দেখি যখন নিজের মুখ
সর্বনাশ তখন এসে যায়
৩০
সেদিন বুঝি গত হয়ে গ্যাছে সহসাই
ফুলঝরানো ছেলেবেলার গানে-গানে
প্রকৃতি যদি হয় বিরূপ, বিক্ষুব্ধ
আত্মভোলায় চরণ দোলে
৩১
অকারণে ভালোবেসে যায়
অকারণে তোমাকে হারায়
এই গীত তবুও না শ্যাষ হয়ে যায়
চৌহদ্দিজুড়ে বিবাগী বাতাস বয়ে যায়
৩২
সোনালি আবরণে রঙিন মুখোশ খসে যায়
খসে যায় পলেস্তারা যত
মদিরার পেয়ালায় পেয়ালায় যত আঙ্গুরবদন
তার রেশ গেঁথে যায়, রয়ে যায় কেবলি রুপালি লেহন
৩৩
এক পা দু পা করে পৌঁছে যায় শুঁড়িখানায়
অস্তিত্ব ভেদ করে বহ্নিশিখায়
ফেলে এসেছি যাতনা যত
বিরহবাঁশি কথা কয়
৩৪
সেখানে করেছি পান আকণ্ঠ
সয়েছি ব্যথা নীরবে
জীবনের মৌন ব্রতে
যৌবন চলে গিয়েছে উচ্ছন্নে
৩৫
দ্যাখেছি বিরস যত কাহন
রানারের ব্যস্ততায় ছুটছে প্রাণ হাতে লয়ে
দ্যাখা-অদেখা ভেদ করে চলছে হন্য হয়ে
জীবন যাচ্ছে চলে বিপুল ফাঁকি দিয়ে
আপনার মন্তব্য