রুবাইয়াৎ-ই-মাসুদ-৬

 প্রকাশিত: ২০২১-১০-০৭ ২২:৫৬:৪৩

মাসুদ পারভেজ:

৩৬
এ জীবনসীমানা ঘেঁষে ঘেঁষে
ধূসর মেঘের ভেলায় সওয়ার হয়ে
যেদিন চলে যাবো অমানিশা ছেড়ে
কেঁদো না; মনের গহীনে রেখো সযতনে

৩৭
মুসাফির তুমি, বেড়াও ঘুরে যেখানে ইচ্ছে সেখানে
করতে যা চাও করো তা নিমিষেই
কী আর হবে ভেবে ভেবে;
ভেবে কি পেয়েছে কে কবে?

৩৮
সঁপে দাও নিজেকে মহানতরের নামে
শেষ বিচারের কথা ভুলে থাকো অগোচরে
মুসাফির তুমি, কিসের এত ভয়
লাজ ভেঙে তোমার কাটুক যত সংশয়

৩৯
এমন দিন আসবে আবার ফের
কথায় আর কাজে হবে যত অনিঃশেষ
ভালোবাসার ভেলা ভাসাও প্রতিকূলে
আসবে তোমার দিন, আসবে প্রহর ভেদ করা সোনালি ডানার চিল

৪০
পাখিদের গানে বিপুল ঐকতান
কিচিরমিচিরে সোনালি সম্ভার
আগমনী সুরে কান পাতি বারবার
সুধাও তুমি, হে দুরাশার সন্তান

৪১
মিথরাসের সাবধানবাণী শুনিনি আমি
শুনিনি জরথ্রূস্টের গান
মনির দাওয়াত আজও পাইনি বলে;
ভেবে নাও আমি এক মুসলমান

৪২
সম্ভাবনার যত হিসেব-নিকেশ আমি করেছি ঢের
শুধিয়েছি গান দ্বিপ্রহরের কোলঘেঁষে
ভাবছি তবুও একা বসে নিরালায়
কেই-বা আমার আপন কিসে আমার গন্তব্য...

আপনার মন্তব্য