
প্রকাশিত: ২০২১-১০-০৯ ১২:১৭:২০
মাসুদ পারভেজ:
৪৩
তোমাদের চোখ মিথ্যে বলে
হৃদয় করেছে ধারণ পঙ্কিল যত
আমি দেখেছি সুষম বিতান
কলহাস্যে ঢেকে যায় গভীরে যত ক্ষত
৪৪
শরাবের আয়নায় নিজেকে দেখো
উজ্জ্বল প্রতিচ্ছবি কি ভেসে বেড়ায়?
ফিকে ছবি নিয়ে বড়াই করো না
লড়াই হোক আগে নিজের সাথে
৪৫
কী আর হবে ভেবে ভেবে
যৌবনে হাল ছেড়ে দিয়ে
জিকির তোমার যৌবনের
শপথ হোক
৪৬
নিজেকে দ্যাখি নিজেকেই ভাঙি
মুহূর্তে ছাড়ি মুহূর্তেই ধরি
কিছু না পেয়ে, পেয়ে যাই সহসাই
ভেবে মরছি অযথা, এ জীবনে নেই কোন নাটাই
৪৭
একদা শালিকের প্রেমে মশগুল হয়ে
ফিরিয়েছি ময়নার ঝুঁটিকে
ফিঙ্গে পাখিটাও তাই দেশান্তরী আজ
কাক এসে জানালো-কৌকিল কাহিনী
৪৮
রাঙা চোখে তোমার শরাব হাসে যদি
আঙুরলতা এত আনন্দ রাখবে কোথায়
ফিকে হয়ে আসা মলিনমুখে
সারাবেলা আমার নিভে যায়
৪৯
আকাশে জমা যত প্রেমের কবিতা
ঝরঝর তাই নীল গগন
তোমার চোখে ধুলো জমা যত
বাড়ছে আমার তত কাঁপন
৫০
সবুজপাখিরে সুধায় জীবনের মঙ্গলকাব্য
শনি আমাকে শূলে চড়ায়
মনেরমন্দিরে পূজো দিয়েছি
নৈবদ্য আজ কোথায় লুকায়?
আপনার মন্তব্য