
প্রকাশিত: ২০২১-১০-৩০ ০১:০৮:১৮
মাসুদ পারভেজ:
৫১
জীবনের লেনাদেনা ফুরিয়ে গ্যালে অবাক পৃথিবী
জানালার শার্সি দিয়ে ডাকে সোনালি আগামী
অযুত-নিযুতের যাবতীয় সমীকরণ শ্যাষে
অস্থিরতায় মুখ লুকায় যত ব্যর্থমনোরথ
৫২
গাঁথুনি আজ বড্ড বেখেয়ালি
চলছে আপনমনে যত নির্ঘণ্ট
এক আকাশে উড়ে যাওয়া যত গাঙচিল
কোথায় গ্যালে দেখা মেলে হিয়ার
৫৩
টুপ করে নেমে আসা সন্ধ্যামালায়
রাতের আঁধার টুটি চেপে ধরে,
মাঝরাত পেরিয়ে গ্যালে চাঁদের আলো
ভোরের ডাক কীভাবে এড়ায়?
৫৪
অবিনাশী সুর থেমে গ্যালে বিষাদী ছাই
আগমনী বারতায় ঘুণেধরা বিবশ
জীবনের ডাক আসলে নবীন মাঝি
হাল ছেড়ে চলে যায় কোথায়?
৫৫
সব কিছু থেমে গ্যালে নতুনে শুরু
পাখিদের কণ্ঠে থামে না গান
সব পেয়ে গ্যালে বিবর্ণ জীবন
অহর্নিশি পেয়ে যায় চড়াই-উৎরাই
৫৬
আমায় ডেকেছো আলতো ছোঁয়ায়
চোখে চোখে আমার হিমজল।
বেদনার সারাৎসারে আমার পোতা সংসার-
শুকনো পাতা হয়ে যাই
৫৭
প্রিয়া এসেছিল সৌজন্য সুবাতাসে
বসন্তের কৃষাণী হয়ে
হায়! আমি তারে চিনতে পারিনি
আজলা ভরা কোমলতা কোথা পায়
আপনার মন্তব্য