প্রকাশিত: ২০২১-১২-১৩ ০৫:৩০:৫৬
মাসুদ পারভেজ:
৫৮
এ ভুল আমার পাথেয় হোক
গাঙ পেরোনো সাঙের মায়ায়
হিজলের বনে তুমুল উৎসব হোক
মন মজেছে সাকির ব্যথায়
৫৯
তাকে দেখি না আমি দেখি তার ওষ্ঠ
তাকে দেখি না আমি দেখি তার নেত্র
তাকে দেখি না আমি দেখি আমার ডুবে যাওয়া
সমুদ্রের পেট পেরিয়ে গ্যালে কোথায় হবে আর যাওয়া?
৬০
এক পেয়ালা শরাবে দুটো প্রেমের পঙক্তি
এক মুঠো প্রেম আমার দু-মুঠো বিষণ্ণতায়
আমায় খুঁজো তুমি কুঞ্জবনে
নীল আকাশ পেরিয়ে গ্যালে রঙধনু রঙে
৬১
সেথায় আমায় না পেলে দুঃখ করো না তুমি
উত্তাল বসন্তের রাজাধিরাজ বলছি;
সবগুলো ফুল শুঁকে দেখেও
তোমার সুবাসেই মাতাল আমি
৬২
তুমি ভিজে গ্যালে আনমনা
ঋতুরাজ বসন্তমাতালে
আমিও নিত্য ভিজি আপনখেয়ালে
চোখে আমার টলমল পানি
৬৩
আমি দ্যাখি ঈষৎ প্রতিভূ
যৌবনের হরেকরকম ছলাকলা
তোমার জন্য আমার বাঁধা
নাওয়ে ভাসা পদ্মশাদা
৬৪
ঐশ্বরিক ইন্দ্রজালের পরতে পরতে
পায় নি তার দ্যাখা
আমার মগজের কোষে কোষে
কে ছড়ালো এমনতর ব্যথা?
আপনার মন্তব্য