প্রকাশিত: ২০২১-১২-১৫ ১১:০০:২৮
মাসুদ পারভেজ:
৬৫
ডাক আসলে যেতে হবে অজানায়
কিসের এত ব্যঞ্জনা,
সাতসমুদ্র পাড়ি দিলেও
রেহাই তোমার মিলবে না।
৬৬
কীসের এত ভয়, হারানোর সংশয়
যা হবে হবার তা তো বিরুদ্ধ নয়
নিয়তি ছিল তোমার-ই হাতে, করেছ হেলা
এখন কি হবে আর সময় তো গেছে ফুরিয়ে
৬৭
শুকনো পাতার গান শোনো সবুজে পাতার নিমন্ত্রণে
শরাব বিনে জীবন কাটাও কোন দুর্মরের আবাহনে?
পেয়েছ অমূল্য ধন হারিয়েছ হেলায়
বিতৃষ্ণা তোমা পানে, দূরে সাকি হেঁটে যায়
৬৮
লেনাদেনা ফুরোলে বুঝি সহজ জীবন
হিসাব রেখো নাগালে
কাল হাশরে তোমার জন্য
পুলসিরাত কাল হবে!
৬৯
অতঃপর সুধাময়ী এসে জানাবে ঘনঘোর মেঘে
বিশালতা ফাঁকি দিয়ে রাজ্যের শেষান্তে।
আমাদের দেখা মিইয়ে যাবে চৌহদ্দি পেরিয়ে গ্যালে
দ্রৌপদীর আবাহনে একরাশ সঙ্গিন মুখেমুখে।
৭০
সাজিয়েছি তোমায় চোখের জলে
মন্দির আমার দারুণ টলমল
ঊষার দুয়ারে কড়া নেড়েছি বলে
কড়া রোদে হাসছি আজও
৭১
ইর্ষিত হইয়ো না আমায় দেখে
ভেতরে আমার হেসে খুন রাঙ্গাভোর
নিন্দেমন্দ করছ বলে ভেবো না
শরাব এঁটেছি জবানিতে
আপনার মন্তব্য