রুবাইয়াৎ-ই-মাসুদ-১১

 প্রকাশিত: ২০২১-১২-১৮ ০৪:৩১:৩৭

মাসুদ পারভেজ:

৭২
চেয়ে দ্যাখো চক্ষে তোমার
কি ভীষণ খ্যালা করে
চেয়ে দ্যাখো অন্তরে তোমার
কি ফাঁপরে আছ পরে

৭৩
দুঃখ করো না তুমি দুঃখ পেয়ো না তুমি
সদা কলহাস্যে বিশাল কলোসিয়ামের গহীনে
আঙ্গুরের সার্থকতা নিহিত আছে জামশেদের গেলাসে
আমার যেমন শোভা পায় তোমার পাণিপ্রার্থীতে

৭৪
আকাশে নীল ছড়িয়ে আছে শরাবে বিভোর হয়ে
সাকি আমার যেমন পর্দার আড়ালে
আমি তারে দেখি না কভু নয়নে
ঠিক আকাশ যেমন আমার কাছ থেকে সুদূরে

৭৫
আমায় ঘৃণা করো না শরাবে মত্ত বলে
বসে বসে ভেবেছি কত সাকির আঁচলে
শরাব আমার কাছে উপাদেয় বলে
এইসব মোল্লা-পুরুত আমি চিনেছি ভালো করে

৭৬
এইসব রঙ ফিকে হয়ে আসলে
তোমায় নিমন্ত্রণ শুঁড়িখানার কোণে
যাবতীয় আন্ধার মাড়িয়ে আলোকপানে
ভেবে ভেবে ভাবনার অবসানে

৭৭
জীবনের দান উল্টে গ্যালে সহসাই
ভেবে নিয়ো আমায় নয়নাভিরাম
কি হে হেতুয় সঁপেছিলাম নিজেকে
জামশেদের পেয়ালা ছেড়ে, আপন সত্তার খুনি হয়ে

৭৮
আমায় ভেবো না বিভ্রম তোমাদের পেয়ে বসবে
খুব বেশি জানতে চেয়ে বিশ্বাস ঠুনকো করো না
বরং জেনে রেখো এক প্রেমিকের বিশ্বস্ত নাম
এপিটাফে যার লেখা থাকবে ; ভালবাসতো সে ওমর খৈয়াম।

আপনার মন্তব্য