উদ্বাস্তু

 প্রকাশিত: ২০১৬-০৭-১৯ ০১:৫১:১৯

আবদুল হাসিব:

উদ্বাস্তু

শান্ত বাংলার প্রান্তরে বন থেকে বনান্তরে
মুক্ত মনে উড়তো শালিক শান্ত নীলিমায়
পরবাসে এসে দেখি
পাখির প্রাণে শান্তি যে না পায়।

সারা দিনের কর্ম শেষে ফিরে আসতো নিবাস গৃহে
খড়ের ঘরে নিশি যাপন ছিলো রত্নময়;
এখন দেখি অট্টালিকায় সুখের স্বপ্নে দুঃখ কেবল হয়।

বাংলা মায়ের শালিক পাখি
করুণ সুরে বলছে ডাকি
এই বিভূঁইয়ে নিবাস গড়া বড়ই কষ্টময়;
আরো কিছু দোয়েল কোয়েল
এতো কষ্ট দুঃখ ক্লান্তি কেমনে ওরা সয় !

শালিক বলে কী যে করি অন্তঃদ্বন্দে নিজেই মরি
ম্যাপল গাছের শাখায় কেমনে পলাশ শিমুল পাই !

ফিরে যাবার প্রবল ইচ্ছে, তবু যে ভাই
আগের মতো পথটা এখন নাই।

বরফঢাকা এই মাটিতে মেশিনসম জীবনটিতে
শিশিরমাখা দূর্বা ঘাসের পরশ যে আর নাই;
ভিটে-মাটি ছেড়ে এসে
জবর খাঁটি উদ্বাস্তু হয়ে গেলাম ভাই।

আপনার মন্তব্য