আজ অবধি হয়নি পাওয়া

 প্রকাশিত: ২০১৬-০৪-২৩ ০৯:৩৭:১৭

আবদুল হাসিব:

জানি না তো, কী যে হলো!
কদিন থেকে ক্ষণে ক্ষণে চোখের পাতা ভরে ভরে
অঝর ধারায় কেন ঝরে,
কার পানে সে ছুটে চলে নদীর আকার ধারণ করে!
কার লাগি আজ বুকের ভেতর
দিবস-রাতি অনল জ্বলে
কেমন একটা কঠিন বেদন
উথলে ওঠে হৃদ-সাগরের গহীন তলে।

কে সে এমন কঠিন হিয়া
আমায় ভাবায় আমায় কাঁদায় সারা জীবন আঘাত দিয়া
কে সে অরূপ দেয় না দেখা
দেয় যদি তো মেঘের বুকে তড়িৎ বেগে বিজলী রেখা!
এমন করে যায় কি থাকা
আঁধার দিয়ে রাখলে ঢাকা?

এই জীবনের একটা স্বপন তারে আমি করবো আপন
শুক্তি গর্ভে মুক্তা যেমন এমন তাহার আত্মগোপন
দেয় না দেখা হয় না সখা আমার বিধি এমন বাঁকা!
সন্ধানে যাই সাগর পারে প্রশ্ন রাখি যারে তারে
কোন দিকেতে ডুবটা দিলে আমার মুক্তার শুক্তি মিলে?

ডুব দিলেই হয় না সাধা তারই কাছে সবই বাঁধা
শুক্তির মাঝে মুক্তা মিলে নিয়তির কলম লিখে দিলে।
এক জীবনে সকাল দুপুর পার হয়ে আজ সন্ধ্যা অদূর
তার পরেও হয় না যদি মুক্তো পাওয়া আজ অবধি
এতো রোদন এতো সাধন- তবে কি সব ভুল আয়োজন!

আপনার মন্তব্য