
প্রকাশিত: ২০১৯-০৪-২১ ২২:৩৬:২৬
লাকী আখন্দ
মাসুদ পারভেজ:
দ্বীপ জ্বলা রাত আর ফিরে আসে নি, আপনিও না।
এরপর কত রাত কেটেছে স্মরণের জানালায়
অমন মায়া আর ভালোবাসায় কেউই ডাকে নি
ডাকলে নিশ্চয় সাড়া দিতাম
ঠিক আপনার মায়া বাড়িয়ে দেওয়া গানের মত
সুরের ঝর্ণাধারা খুঁজে খুঁজে শেকড়ে ফেরার মত
এখনও নীল মণিহার নিয়ে দিন কাটে,
রাত আসে অপ্রকৃতিস্থ হয়ে
এমন রাতভোর জাগা দিনে আমাদের অপেক্ষা বাড়ে
যেন কেটে যাবে সকল আঁধার
হে প্রিয়, একটা কথা জানালেন না -
৭১-এ কি গিটার ছিল, নাকি অস্ত্রটাই গিটারের সুর তুলেছিল?
আপনার মন্তব্য