ক্ষত

 প্রকাশিত: ২০১৯-১০-০৪ ১২:৫৫:৪৫

মাসুদ পারভেজ:

ঝড় বৃষ্টি সাইক্লোন কিংবা ঘূর্ণিঝড়
কেউই লাম্পট্যে আমাকে ছাড়াতে পারে নি
তারা কেউই আমার সমকক্ষ হতে পারে নি
এমনকি মধ্য গগনের টগবগানো সূর্যও
না, তারা পারে নি। এমনকি দেনায় ডুবতে যাওয়া
নেরুদার কবিতার বইও পারে নি
অথচ কত নিয়েছি আর বাড়িয়েছি দেনা
আনন্দ ধার করে পথ চলছি মার্কেজ থেকে
বেশ্যাদের স্মৃতিকর্তা হয়ে আমি;
হলুদ আনন্দে গা ভাসিয়েছি।

হঠাৎ অঝোরে কান্নারচোট
ফালি-ফালি করে বেরিয়ে আসা সানন্দ জীব্রান
বেদনার সারাৎসার হয়ে আলেক্স হেলীর শিকড়;
পিনাশের সর্বনাশ হয়ে নেরুদা-
মাথা ঠুকে মরছে হেমিংওয়ে:
অনেকটা বড়শিতে দগ্ধ প্রকাণ্ড একটা...

আমি নিয়ত ছাড়িয়ে নিজেকে অসীমে নিয়ে যাচ্ছি
আমি যদিওবা জানি আমার সমকক্ষ কেউই নেই:
না কেউই নেই;
প্রকাণ্ড ক্ষতস্থানের ধারেকাছে কেউই থাকে না।

আপনার মন্তব্য