নাজিম, তোমার চোখেতে আগুনজল

 প্রকাশিত: ২০১৯-১০-০৫ ১৩:১২:৫৩

মাসুদ পারভেজ:

চোখেমুখে আগুন মাখা লোকটার জায়গা ছিল না মহান তুরস্কে, বরং সোভিয়েতের ঝাণ্ডা উড়ানো নাজিম শায়িত আছে লেলিনের লেলিহান ছায়াতলে। অঝোর কান্নায় যাকে বিদায় জানিয়েছিল নাজিম! 

কারাগার থেকে কারাগারে শব্দের মিছিলে
পোক্ত হয়েছিল সাম্যবাদের বীজ
মোহ কেটে গেলেও হৃদয়ে শিখা অনির্বাণ;
পুড়েছে রোম পুড়েছে আমেরিকা
আর মহান আগুনে ছাই হয়ে গিয়েছিল
তুরস্কের অহমিকা!

বেওয়ারিশ যেমন,
নাজিম ঘুরেছে এ-দেশ ও-দেশ
শয়ন যেন চিরঘুমের, চিরচেনা টার্কিশ বটবৃক্ষ এসেছিল নাজিমকে বুকে ধারণ করতে;
আহ! নাজিম, কী এক শান্তির ঘুমেতে তুমি
পৃথিবীতে বিরাজমান হাসনাহেনা ফুলের সুবাসে!

আনাতোলিয়ার নাজিম এখন নিজেই বটবৃক্ষ
আমরা যারা নাজিমের ছায়ায় আশ্রয় নিয়েছি,
নাজিম আমাদের অতিথি বলেছিল;
ইতিহাস সাক্ষ্য দিবে- অতিথির জীবনে নাজিম
বরাবরই ফিরতে চেয়েছিল শেকড়ে:
অতিথিদের সাথে নিয়ে, বুকেতে বোনা ছিল তার
টুকটুকে লালজামা।

আপনার মন্তব্য