চে

 প্রকাশিত: ২০১৯-১০-০৯ ১২:০১:২০

মাসুদ পারভেজ:

ভীষণ কালোয় সবুজের সমারোহ
জীবন ঘূর্ণিপাকের মতোন
বুকেতে রাখা স্বপ্নচারীর প্রতিভূ হয়ে;
চাকাতে চাকাতে এ-প্রান্ত ও-প্রান্ত চষে বেড়ানো:
ব্যথাটা উপশম হলো, তব, জীবন উৎসর্গ করেই।

পরম সাধনায় উৎকর্ষতার শিয়রে
এ-দেশ ও-দেশ ঘুরে বিপন্ন-বিস্ময়ের বুকচিরে
যে সময় তুমি বিনির্মাণ করেছিলে;
ভিত তার মজবুত, অহরহ জীবনের লেনাদেনায়
ফুরিয়েছে কত রঙিন প্রহর-
তোমার দেখানো পথ আজ ভীষণ বিভীষণ
কমরেডদের বিপদ এখনও জ্যান্ত জ্বলজ্বলে
তাই, আজও পুড়ছে মানুষের ফুসফুস
পুড়ছে মানবসভ্যতা।
বসন্তের কৌকিলেরা ডাকছে অহর্নিশ,
আমাদের সাড়াও আজ বড্ড বেয়ারা।

সাম্রাজ্যবাদের লোলুপতা বটবৃক্ষকে ছাড়াচ্ছে
মানুষ আজও মরছে অকারণে
বাড়ছে ক্ষত গভীর করে
ফুরিয়ে আসছে নোনাজল
মানুষ হাত পেতেছে অমানুষ পানে;
বিপ্লবকে পাকা আপেল মনে করা কমরেডদের
তুমি বলে দাও ত্যাগের মহিমান্বিত সময়কে
তারা যেন সাথী করে নেয়।

আপনার মন্তব্য