প্রকাশিত: ২০১৯-১০-১৮ ১৬:১৩:৫৫
মাসুদ পারভেজ:
দারুণ প্রতিকূলে আমরা জাতির জনককে হারিয়েছি
ফুল হয়ে ফোটার আগে রাসেল
ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল বাংলাদেশের দিকে
জাতীয় কবির নির্বাকতায় আমরা বঞ্চিত হয়েছি
আরও মানবিক সাহিত্য ও দ্রোহের বারতা থেকে
নিঃসঙ্গ চিত্তের কর্নেলকে বাঁচতে দেয়নি ঘাতকের দল
আমাদের লেখক হুমায়ুন আজাদ সুদূর জার্মানিতে
চলে গিয়েছিলেন নিদারুণ অপঘাতে
আমরা হারিয়েছি অভিজিৎ রায়কে
বইয়ের ঘ্রাণমাখা ভীষণ নাভি:শ্বাসে
মুহূর্তেই লালরঙ ভেসে গিয়েছিল বাংলাদেশের বুকচিঁরে আর সঞ্জীব দাদা চলে গিয়েছিলেন চাঁদের সাথে সখ্য করে;
কৈফ মজনুনকে বাঁচতে দেয়নি ঘাপটি মারা বুনোসাপের দল
আমরা হারিয়েছি কত অকালে
অসময়ে দারুণ ঝড়ে
রেললাইনের ধার বেয়ে গান গেয়ে
ক্যাম্প শানানো আজম খান
বুকে দারুণ সাহস নিয়ে অস্ত্রহাতে গান গেয়ে;
গাও বাচ্চু গাও... সেই দিকপাল কোলাহলের শেষে
গিটারে সুর তুলবে না আর
আমরা হারিয়েছি এক মহান শিল্পীকে
ভালোবাসার ভেলা নিয়ে যে আমাদের কলহাস্যে
রেখেছিল
আমাদের শৈশবে নিটোল সুরের দরাজ কণ্ঠ হয়ে
সেই তুমি থেকে সাবিত্রী রায়ের মধ্য দিয়ে;
আমাদের হাসি কান্না শেষে অশ্রুনান্দে;
ভালোবাসার বাচ্চু এসে দাঁড়াবে-
যেভাবে আমাদের বারোমাস আনন্দ দিয়ে
দেশকে দেখে রেখে মা'কে ভালোবাসতে বলেছেন
এভাবে দারুণ বিক্ষুব্ধ সময় শেষে
আমাদের চূড়ান্ত বিজয়ের মিছিলে;
আমাদের নায়কগণ সিথানে এসে দাঁড়াবে;
ইতিহাস আর অশ্রুর বরণডালা হাতে।
আপনার মন্তব্য