মাসুদ পারভেজ:
যুগলের নগ্ন পবিত্রতার নরোম স্নান বুকে মেখে
ধুতরার ঘ্রাণ সয়েছি হাসনাহেনার মতো মুখ বুঝে,
অধীর স্তনাগ্র বুকে ধরে যে বিলাপ ভেসে আসে
ভেসে আসে যে দিবানিশি রাতের মাতাল সুখ-
তাকে অলস ভেবে আমি হারিয়েছি সোনালি সময়;
হে নীলাভ বন্ধু,
আমায় সাদরে বিদায় সম্ভাষণ জানাও।
আপনার মন্তব্য