
প্রকাশিত: ২০২০-০৪-১৩ ২২:০৭:৫১
মাসুদ পারভেজ:
কাছাকাছি থেকেও দূরে থাকার এই সঙ্গীন দিন
করোনাকাল শেষ হয়ে গেলে আমাদের সূর্য
উদয়াস্ত হবে সূর্যমুখী সুবাস নিয়ে
উদাস প্যাঁচা একচিলতে দীর্ঘশ্বাস বুকে নিয়ে;
বাজাবে বিসমিল্লাহ খানের সানাই।
ব্যতিব্যস্ত করে রাখা তুলসীতলার চরণে
হুমড়ি খেয়ে মরে উদাসী বাউল
পয়গাম নিয়ে বুকেতে তুলসীফুলের পবিত্রতা
এই চৈত্রের বিদায়ী রাগে বৈশাখের আগমন;
আমায় ডেকো না বাউলের দোতারায়।
উপাসনালয়ের আনুষ্ঠানিকতায় নেই বিরাগ
মন কেঁদে মরে ভুল মানুষের তরে
এই বসুন্ধরা, শোষণের হামানদিস্তা
আমাদের বুকেতে বোনা খাঁচা
রঙের ছোঁয়া পেলে সারস পালায়;
ফেরাউনের নীলনদের গভীরে।
জানি, এইসব অস্থিরতা পেরিয়ে-
আমরা আবারও আঁকবো ফুলের প্রেম
মরামাছের জ্যান্তচোখ
ফুলেফেঁপে উঠা উঁচু পাহাড়
ভেঙে আসা গিরিখাদ
গলতে থাকা বরফখণ্ড
বৈকালিক অবসরে তরুণীর খোলাচুল;
ভ্রমরের কানে আমরা ঠিকই গুঁজে দিবো লালগোলাপ শুভেচ্ছা।
আপনার মন্তব্য