মেলবন্ধন

 প্রকাশিত: ২০২০-০৪-৩০ ২২:২৯:৪৮

মাসুদ পারভেজ:

ভাবা যায়! একটা রোগাগাছের জন্য শহরের বুকচিরে বেরোচ্ছে এম্বুলেন্স
একটা শুকনো পাতার অকাল রোধে বনধ্ ডেকেছে
চিত্রাহরিনী পাল
বাঘেদের আয়োজনে সর্বদলীয় বৈঠক-
সভাপতির আসনে সিংহ।

ভাবা যায়! একটা অপরিপক্ব মাছ ঘুরতে এসেছিল পুকুরের কিনারে
অমনি বঁড়শি দিয়ে ছো মেরে ডাঙায় তোলার তুলকালাম কাণ্ডে
ধর্মঘট ডেকেছে চিতইমাছেদের একদল:
পিকেটিং করার দায়িত্বে একঝাঁক মলামাছ।

ভাবা যায়! একটা ফুলকে মতের বিপরীতে ঝুলানো হয়েছিল এক লম্পটের গলায়
অমনি গোস্বা করে গোলাপ ঢেকে ফেললো তার রং
সূর্যমুখীর হাসি মিতালী করলো সাঁঝেবেলায়
সতর্কবার্তায় প্রাণ যায়-আসে মালীর।

ভাবা যায়! বন-জঙ্গল সাফ করছে কেটে-কুটে
হাতিদের পাল তেড়ে আসছে সুন্দরী গাছের সাথে
মৌমাছির বাসায় মধু নেই
মাশরুম ভর করেছে লজ্জাবতীর বুকে।

ভাবা যায়! মিছিল হচ্ছে পাখিদের নীড়ে
স্বাধীন চলাচলের অনড় অবস্থানে
বন্ধ হয়েছে বিমান চলাচল
নদীর পানিতে সমুদ্রের জলরাশি;
ডিঙিনৌকা পাল তুলে যায় দূর সমুদ্রে।

একদিন সহসাই,
মানুষ হাসছে সবুজ ডালে
ঝুলছিল প্রাণ বাতাসের তোড়ে
ছো মেরে ডাঙায় তোলা আধমরা মাছ
মাছরাঙার বিরুদ্ধে মিছিল-
মাছরাঙার সাথে সখ্যতা যত।

আপনার মন্তব্য