সজল সমুদ্র-এর দুই কবিতা

 প্রকাশিত: ২০১৫-১০-১৮ ১২:২১:৩১

 আপডেট: ২০১৫-১০-১৯ ১৩:২৫:৪৫

নিজেকে একবার লোহা ভেবে দেখলাম, দূর কামারশালায় গনগনে আগুনে পুড়িয়ে সকাল-সন্ধ্যা আমাকে চারজন পেটালো:

যুগ-যুগ
(মারিয়া ওয়াহিদ জলি; দূর আছে বলে তৈরি হয় ব্রিজ, থাকে পারাপার)

আমার রক্তমাংসের ভেতর অনর্গল ডাকছে তোমার পোষাপাখি

জন্মদিন, প্রথম দেখা— সব চলে যাচ্ছে, ক্যালেন্ডার বদল হচ্ছে,
শীতে ফাটা ঠোঁটে অবলীলায় হাসছে নতুন রঙিন ত্বক,
বিয়েবার্ষিকী গেছে; বিচ্ছেদ, প্রথম কান্না, রুমাল হারানোর দিন--
একে একে স্মরণের সব দিন আমি পার হয়ে এলাম—

শুধু তোমার পোষাপাখির ডাক থামছে না...

 

২.

নিজেকে একবার লোহা ভেবে দেখলাম, দূর কামারশালায়
গনগনে আগুনে পুড়িয়ে সকাল-সন্ধ্যা আমাকে চারজন পেটালো।

খণ্ড খণ্ড করলো। ছুরি বানালো কেউ; দা, কুড়াল, চাপাতিও।
তারপর বহুরক্তগঙ্গা, বহুখুনের পরে, হাতে হাতে ঘোরাচ্ছে এখন।

পনের বছর, হৃদয়ে তুমি যা নিঃশব্দে করে চলছো...

আপনার মন্তব্য