রুবাইয়াৎ-ই-মাসুদ-৩

 প্রকাশিত: ২০২১-০৯-২৭ ১২:০৯:৫৮

 আপডেট: ২০২১-০৯-২৭ ১২:১২:১২

মাসুদ পারভেজ:

১৫
যদি দ্যাখা পেয়ে যাই অমৃত তোমার
সুধাবো তোমায় পিয়া
কোন সে ঠোঁটে পাথর জমেছে
কোথায় ঠেকেছে অনলশিখা?

১৬
শালবনে আজ অমানিশা বইছে
মরুরবালির উত্তাপ যেমন
মননজুড়ে আজ ব্যাথার বাসর
গলছে অমর পিয়ার বদন

১৭
জোনাকি দেখে লুকিয়েছি তোমাতে
আকাশজুড়ে ছলছল
মনের অলিন্দে বাসর জেগেছে
মরণ আমায় ডাকছে সেথায়

১৮
(মৌ-লভী) দেখেছি তাদের ঢের
মুখে যত দেখাক তারা মধুরেশ
অন্তরে যাদের বিষের বাঁশি
বাজায় তারা অনিঃশেষ

১৯
অন্ধকার রাত্রি যেন রমণীর বোরখা
ধেয়ে আসে মরুঝড়
দিগন্ত ছাপিয়ে কোন সে অকূলপাথার
কোথায় আমাদের বৈরামখানা?

২০
আলো আনতে গিয়ে হাল্লাজ বিলীন হয়েছিল শক্তিমানের প্রেমে
বিভার অপরুপ বিস্ফোরণে নগ্ন সামরাদ
তুমি আমি কেন মিছে ছুটছি-
সমরখন্দে আলো জ্বালো কোন দুঃখে!

২১
অন্ধকার পেরিয়ে তোমাদের নীল চোখ
আমার বাসর তৈরি করছ আগুনের উত্তাপে
মিছে আমি বরফে ডুবছি কেন
আমি তো আদি মৃত্তিকার সন্তান

রুবাইয়াৎ-ই-মাসুদ-১
রুবাইয়াৎ-ই-মাসুদ-২

আপনার মন্তব্য