ফারহানা ইলিয়াস তুলি-এর ৩ কবিতা

 প্রকাশিত: ২০১৬-০১-১৭ ২১:৩৪:২৯

ফারহানা ইলিয়াস তুলি:

পরবর্তী নিবাস মেরু
লুণ্ঠিত  ভোটবাক্সের মতোই মুখ থুবড়ে পড়ে আছে প্রাচীন
সূর্যের দানা। যারা কুড়াতে গিয়েছিল, তারা ফিরেছে মমি
হয়ে। বাজ-নীতি এখন নিয়ন্ত্রণ করছে আমাদের সরল
প্রতিবেশ। বাজপাখির  রক্তলিপ্সু  চোখ শাসন করছে
আমাদের সম্প্রীতির সমাজ বিজ্ঞান।
 
জ্ঞানহীন আমাদের গন্তব্য আদিম অতীতে। বস্ত্রহীন পৃথিবীর
প্রান্ত ছুঁয়ে খুঁজছি পরবর্তী  নিবাস মেরু।
একদিন চেতনার অগ্নিশিখায় বিম্বিত জীবন, আমাদের
ছিল -সেকথা আজ স্থান পাচ্ছে হিমায়িত ভৌতিক ইতিহাসে।
        
 
অশ্রু অনুবাদ
নিশিরা রাত্রি নিয়ে খেলা করতে ভালোবাসে,
পূর্ণিমারা মেতে উঠে চাঁদের সাথে দাবা খেলায়,
বেদনারা বারবার ফিরে যায় সমুদ্র সন্ধানে।
একদিন তারা খুঁজে পাবে
ভোগ ও বিয়োগের বিপরীত ব্যবধান।
      
তারপর এই ঘুমতন্ত্র পড়ে জেনে যাবে এ দেশে
কত প্রকার রাত, কত প্রকার দিন সাপ্তাহিক পসরা সাজায়,    
 
কিভাবে পাচার হয় মেধা ও মনন
মানুষের অশ্রু অনুবাদে
মঙ্গার আঁধারে হারায় রোদের কিরণ।
 
    
পাহাড়ের পঞ্চম চূড়া
জীবনের উপমা হয়ে থেকে যায় গ্রহ ও গৃহের আখ্যান। মুখর বৃষ্টি
ছিল। সূর্যের সামন্ত ছিল। ভাষার বিন্যাস ছিল। আর ছিল প্রাণ
এবং প্রণয়ের প্রতীকী আকাঙ্ক্ষা। মারমা নদীর জল সবকিছুই
ভাসিয়ে নিয়ে গেছে ভাটিপথে।
              পাহাড়ের পঞ্চম চুড়ায় আজো যার স্থিরচিত্র ভাসে,
এই পার্বত্য পথ তাকেই রেখেছে মনে,উপবনে ফুটে থাকা ফুল
গারো কিশোরীর চোখ, হাজং রমণীর স্বপ্ন-গ্রন্থিত মন কারুকলা
দুঃখের আড়ালে আলোচ্য দুঃখ, আদিবাসী আলোর পথচলা।

আপনার মন্তব্য