পহেলা বৈশাখে আসছে জয়দেব করের কাব্যগ্রন্থ ‘অস্ত্রাগার হয়ে যাক জাদুঘর’

 প্রকাশিত: ২০১৭-০৪-০৭ ২২:০৩:০৯

 আপডেট: ২০১৭-০৪-০৮ ১৯:২৪:২৭

নিজস্ব প্রতিবেদক:

আসছে পহেলা বৈশাখে প্রকাশ হতে যাচ্ছে কবি জয়দেব করের কাব্যগ্রন্থ 'অস্ত্রাগার হয়ে যাক জাদুঘর'। চার ফর্মার এই বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান।

কবি জয়দেব কর বলেন, "ভেতর আর বাইরের সঙ্গমে আত্মপরিক্রমার এক বিস্ময়কর পথ জেগে উঠছে অনুকূল ও প্রতিকূলের নিরন্তর দ্বন্দ্বে। একটা তুমুল দর্শকজীবন পার করে দিতে হচ্ছে একার সুখ-দুঃখ-উপেক্ষায়। তবুও ক্ষয়ের বিস্তারে বেড়ে ওঠা লোকোত্তর দৃষ্টির গর্ভ থেকে শব্দ-কুসুমের বিকাশ ভালোবাসি, চাই তার অবাধ ঝরনাধারা। মাতাল ছিলাম, মাতাল আছি, মাতাল থাকবো। কবিতাই অনন্য আশ্রয়।'

তিনি জানান, "আমার মাতৃহৃদয়, আমার প্রেম, আমার সমাজ, আমার বিমুক্তিপুরের নাম কবিতা।"

বইটির মূল্য ১৫০ টাকা। বইটির প্রকাশক সিলেটের প্রকাশনা সংস্থা নাগরী। বিভিন্ন বইয়ের দোকানের পাশাপাশি এটি পাওয়া যাবে অনলাইনে রকমারী ডট কমে। 

উল্লেখ্য, এটি লেখকের দ্বিতীয় কবিতার বই। প্রথম প্রকাশিত কবিতার বইয়ের নাম 'আমি জন্মান্ধ হোমার'। বইটি ২০০৯ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল।

আপনার মন্তব্য