জন্মের উল্লাসে রণহুংকার

 প্রকাশিত: ২০১৭-০৪-২৮ ২২:১৩:৩৬

মাসুদ পারভেজ:

জন্মের উল্লাসে রণহুংকার
প্রথাবিরোধী সময়ে উনার হুংকার
উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে প্রাণের বাংলা;
অতঃপর ঠেকাও যত বিনাশী আয়োজন।

কেউ কেউ আজীবন দাপিয়ে বেড়ায়
তাদের সরব প্রস্থান আদতে শেষের শুরু
কেউ আবার মহাকাল নয় যুগে যুগে দাপিয়ে বেড়ায়
তাদের ধারালো রেখা শুধুই সময়কে সময়ে ফেরত নিয়ে
যেতে চায়। মনে করিয়ে দিতে উন্মুখ থাকে তাদের দর্শন
লেখা থেকে চালচলন।

কেউ কেউ সোনাঝরা দিনের কথা স্বপ্ন দ্যাখে
কেউ ভাবে
আবার কেউ তার বাস্তবায়নে নিজেকেই অগ্রভাগে দ্যাখে
এভাবেই সময়ে সময়রেখা অতিক্রম করে;
কেউ একজন দাঁড়িয়ে যায়।
তখন জাতি স্বপ্ন দ্যাখে, বেহাত না হওয়া বাকিটুকু নিয়ে
তরুণরা আশায় বসত গড়ে দুর্বার বুকে সাহস রেখে।

আমাদের ও একজন ছিল
ছিল খুব প্রিয়জন
বুকে সাহস আর সোনালী ইতিহাসের সম্মিলনে
তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন।

তিনি সাদা-কালোর ভেদ নয়
দেখিয়েছিলেন ইতিহাসের উৎকর্ষতার বর্ণিল ছটা
যার কাছে ধর্ম বর্ণ ছাপিয়ে মুখ্য ছিল;
একাত্তরের বাংলাদেশ।
শত্রুকে যে তটস্থ রেখেছিল
লেখনী দিয়ে চিন্তা আর অবিনাশী চেতনা দিয়ে।

আপনার মন্তব্য