
প্রকাশিত: ২০১৯-০৩-৩১ ১২:০৫:৩৭
মাসুদ পারভেজ:
শেষের সীমানায় রঙিন ধুলো
একদিন এ প্রহর ফুরোবে
ভিন্ন আয়োজনে আবারও প্রয়োজনীয়তা দ্যাখা দিলে
তখন না হয় মুখোমুখি হওয়ার বাসনায়
আমরা দূরত্ব কমিয়ে আনবো।
এর আগ পর্যন্ত জারি থাকুক অভিমান
অভিমানের অপর পিটে ক্ষয়ে যাওয়া ভালোবাসা;
ফুরিয়ে যাওয়া প্রেমের দিব্যি নয়;
বরং এক চিলতে জেগে উঠা অনুভূতি।
একদিন এ আয়োজন সাঙ হবে
ফুরিয়ে যাবে লেনাদেনা
অচেনা ঘাটে আর পা ফেলবে না পথিক;
দখিণামুখী বায়ুচলন থেমে গিয়ে-
উদোমে বলবে ভালোবাসি।
অযথা হইচই, পথের আবাহনে
ছুটে চলায় যাত্রাভিনয়;
এসো, তিলেতিলে ক্ষয়ে যাওয়া জীবন উপভোগ করি।
জেনে রেখো,
একদিন এ প্রহর নিভে যাবে;
তখন মায়াকোভস্কির কবিতায়
অ্যালান পো খুঁজে মরলেও পাবে না।
অন্বেষণ
১
অন্বেষী আমি চিরকাল
পরমারাধ্যের লক্ষ্যে
অন্তরাত্মাকে পিষে পিষে
করে নিবো শুভ্র ধবল।
২
নিজেকে খুঁজে ফিরি
আত্ম-উন্মোচনের খাঁজে খাঁজে
নিস্তরঙ্গ দীঘির মতন
সু-গভীর শূন্যতা।
আপনার মন্তব্য