তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ৪৮তম মৃত্যুবার্ষিকী

 প্রকাশিত: ২০১৯-০৯-১৪ ০১:৩৬:৪৯

সিলেটটুডে ডেস্ক:

প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সাহিত্যের গুণী এই সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৮৯৮ সালের ২৪ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা প্রভাবতী দেবী। লাভপুরের যাদবলাল হাইস্কুল থেকে এন্ট্রান্স পাস করে কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে লেখা পড়া করেন

তারাশঙ্কর কংগ্রেসের কর্মী হয়ে সমাজসেবামূলক কাজ করেন এবং এর জন্য তিনি কিছুদিন জেল খাটেন। একবার তিনি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও হয়েছিলেন।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য গ্রন্থ গুলোর মধ্যে, নিশিপদ্ম, ব্যর্থ নায়িকা, বিচারক,কালিন্দী, গণদেবতা, ১৯৪২, আরোগ্য নিকেতন উল্লেখযোগ্য।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'জলসাঘর ও অভিযান' নিয়ে সত্যজিৎ রায় সিনেমা নির্মাণ করেন। সাহিত্যিক হিসেবে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে “রবীন্দ্র পুরস্কার” লাভ করেন। ১৯৬২ সালে তারাশঙ্কর পদ্মশ্রী ও ১৯৬৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন।

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে চলার সময়ে তার লেখা ‘একটি কালো মেয়ের কথা’ মুক্তিযুদ্ধ নিয়ে লেখা প্রথম উপন্যাস।

আপনার মন্তব্য