অভিজিৎ দা, আমাদের ক্ষমা করো না

 প্রকাশিত: ২০২০-০২-২৬ ১০:৩১:২৭

মাসুদ পারভেজ:

কি আশ্চর্য! শহরের দেয়ালগুলো একই রয়ে গেছে
পাখিরা গাইছে পাখিরা উড়ছে
গাছের পাতারাও শিশু থেকে বুড়ো হয়ে ঝরে যাচ্ছে
অথচ আমাদের আপনজনের মর্মান্তিক বিদায়ে
গুটিকতক মেরুদণ্ডওয়ালা মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল
আমরা চিৎকার দিয়ে জানাতে চেয়েছিলাম, পারি নি
চেয়ারে যারা বসে আছে তাদেরকেও বলেছিলাম;
ভ্রুক্ষেপ করে নি
অতঃপর আমরা আশ্বস্ত হয়েছি বিচার পাবো না।

যে মানুষটা আমাদের বিজ্ঞান শেখাতেন
মানবতার কথা বলতেন
শিরদাঁড়া সোজা করে রাখার উৎসাহ যোগাতেন ;
আমরা কিছুই করতে পারি নি তার জন্য;
ভীতুর মত নীরবে অশ্রুপাত করা ছাড়া।

আমরা কথা রাখতে পারি নি অভিজিৎ দা;
আমাদের ক্ষমা করো না।

আপনার মন্তব্য